প্রথম তিন ম্যাচ হারের পর যুব অলিম্পিকের হকিতে জয় পেল বাংলাদেশ। আর্জেন্টিনায় নিজেদের চতুর্থ ম্যাচে কানাডাকে ৫-২ গোলে হারিয়েছে লাল-সবুজরা।
ফাইভ-আ-সাইড প্রতিযোগিতায় এর আগে ভারত, অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়ার কাছে হেরেছে বাংলাদেশ দল।
কানাডার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ সমতা থাকলেও, বিরতির পর চার গোল করে ম্যাচের চিত্র পাল্টে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। বি-গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া।
এ ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। তবে সেজন্য কানাডার বিপক্ষে ভারতের জয়ের আশায় থাকতে হবে লাল-সবুজদের।