ফুটবলার, কোচ ও ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০১৮ সালের ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন লুকা মদ্রিচ।
প্রথমবারের মতো জেতা বর্ষসেরা এ পুরস্কার তিনি উৎসর্গ করেছেন সতীর্থ, কোচ ও নিজের পরিবারের প্রতি। সেইসঙ্গে অভিনন্দন জানিয়েছেন মোহামেদ সালাহ ও রোনালদোকেও।
সোমবার পুরস্কার হাতে নিয়েই মদ্রিচ বলেন, এ ট্রফি শুধু আমার একার নয়, রিয়াল মাদ্রিদে আমার সতীর্থ ও ক্রোয়েশিয়ার জাতীয় দলের সতীর্থ ও যেসব কোচের অধীনে আমি খেলেছি—এটা তাদের সবার। তাদের ছাড়া আমার পক্ষে এ অর্জন সম্ভব হতো না। তাদের সবাইকে ধন্যবাদ।
ফিফার বর্ষসেরার পুরস্কারটা প্রায় নিজেদের করে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গত ১০ বছর ধরে ঘুরে ফিরে এ দুই জনের হাতেই ছিল। তবে মেসি-রোনালদোর সাম্রাজ্যে হানা দিয়ে এবার সেই পুরস্কারটা জিতে নেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ।