উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে স্পেন ও সুইজারল্যান্ড।
এদিকে, আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে সালাহর নৈপূণ্য নাইজারকে হারিয়েছে মিসর।
উয়েফা নেশনস লিগে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিকরা র্যা শফোর্ডে গোলে শুরুতে লিড নিলেও দুই মিনিটের মধ্যেই সল নিগেজের নিচু শটে সমতায় ফেরে স্প্যানিশরা।
আর রদ্রিগো মরেনোর প্রথমার্ধের গোলে লুই এনরিকের কোচ হিসেবে প্রথম ম্যাচে জয় তুলে নেয় স্পেন। লিগের আরেক ম্যাচে জের্দান শাকিরির নৈপূণ্যে আইসল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড।
লিভারপুল মিডফিল্ডার ফ্রি-কিক থেকে দেখার মতো এক গোল করার পাশাপাশি সুইসদের দুটি গোলে অ্যাসিস্টও করেছেন।
এদিকে, আফ্রিকান নেশনস কাপের বাছাইয়ে নাইজারের জালে ছয়বার বল জড়ায় মিসর।
এর মধ্যে লিভারপুল স্ট্রাইকার মোহাম্মেদ সালাহ একাই দুটি গোল, দুটি অ্যাসিস্ট ও দুটি পেনাল্টি মিস করেছেন।