এশিয়া কাপের স্কোয়াডে যোগ হলো মুমিনুল হকের নাম— বিসিবি সভাপতির নির্দেশে ১৬তম সদস্য হিসেবে মুমিনুলকে যুক্ত করা হয়েছে দলে। এদিকে, এশিয়া কাপ থেকে দীর্ঘমেয়াদে বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর হচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ১৬ সদস্যের আর আফগানিস্তান ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও, বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল। এর আগে নাজমুল হোসেন শান্ত আঙুলে চোট পাওয়ায়, তার পরিবর্তে মুমিনুলকে দলে নেয়া হবে বলে জানা গিয়েছিল।
তবে মুমিনুল এমনিতেই দলে যুক্ত হওয়ায়, শান্ত এশিয়া কাপে খেলতে না পারলে তার জায়গায় সৌম্যকে স্কোয়াডে নেওয়া হতে পারে। এশিয়া কাপে অংশ নিতে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা।
এদিকে, কোচ স্টিভ রোডস জানিয়েছেন, দলের প্রয়োজনেই আঙুলের চোট নিয়েও সাকিব এশিয়া কাপে খেলতে যাচ্ছেন।
আর অধিনায়ক মাশরাফির বিশ্বাস, বাংলাদেশের এবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে। তবে সেজন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে হবে।