ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্টাসে পাড়ি জমানোর খবরের সঙ্গে সঙ্গে তার জায়গায় নতুন খেলোয়াড়ের খোঁজে এখন ক্লাব রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ইউভেন্টাসের সঙ্গে চুক্তির কথা প্রকাশ না করলেও, গণমাধ্যমগুলো বলছে রোনাডোর জায়গায় রিয়াল মাদ্রিদ তাদের পছন্দের তালিকার প্রথমে রেখেছে ইংল্যান্ডের নতুন প্রজন্মের খেলোয়ার হ্যারি কেইনকে। এবারে বিশ্বকাপের হ্যারি করেছেন সর্বোচ্চ ৬টি গোল, আর গত মৌসুমে নিজ ক্লাব টটেনহ্যামের পক্ষে করেছেন ৩০ গোল।
এদিকে, আলোচনার তালিকায় আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত মৌসুম শেষে একবার দল পরিবর্তনে অনাগ্রহ দেখালেও বিশ্বকাপের আসরে ব্যার্থতার পর মতের পরিবর্তন হয়েছে কিনা তাও দেখার বিষয়। তবে হ্যারি কেইন বা নেইমার কেউ রাজি না হলে সেক্ষেত্রে বেলজিয়ামের এডেন হ্যাজার্ডের সঙ্গে কথা বলবে টানা তিন তিন বারের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা।