প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়েছেন ইতালি ও ইউভেন্টাসের সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এর আগে গেলো মৌসুম শেষে ইউভেন্টাস ছাড়ার ঘোষণা দেন তিনি।
বুফনের সঙ্গে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা এক বছরের চুক্তি করেছে। ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসে ১৭ বছর খেলেছেন জিয়ানলুইজি বুফন। ইউভেন্টাসের হয়ে ৬৫৬ ম্যাচ খেলে ৯টি ইতালিয়ান সিরি আ জিতেছেন।তবে, কখনো দলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি।
২০০৩, ২০১৪ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরেছে ইউভেন্টাস। ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তবে চলতি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলে জাতীয় দল থেকে অবসর নেন বুফন।