ইংলিশ লিগে বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। লিগের কোচদের সংগঠন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।
এ বছরের কোচদের বড় দুটি পুরস্কার জিতেছেন এই স্প্যানিয়ার্ড। প্রিমিয়ার লিগে এই শিরোপা জিততে গার্দিওলাকে টপকাতে হয়েছে আরো ৫ কোচকে।
প্রিমিয়ার লিগের শিরোপা জেতা গার্দিওলার দল ম্যানসিটি গোল করেছিলো ১০৬টি। পুরো মৌসুমে সিটিজেনরা পয়েন্ট হারিয়েছে ১৪টি।
এর ফলে প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে ইংলিশ ফুটবলে ১০০ পয়েন্টের রেকর্ড গড়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।