অসাধারণ ফর্ম ধরে রাখার পাশাপাশি আবারো লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্যা মান্থ এর পুরস্কার পেলেন মোহাম্মদ সালাহ।
এ নিয়ে চলতি মৌসমে তিনবারের মতো প্লেয়ার অফ দ্যা মান্থ এর খেতাব জিতলেন সালাহ। ইংলিশ লিগের ইতিহাসে এক মৌসমে তিনবার এই পুরস্কার পাওয়া সালহাই একমাত্র ফুটবলার। নভেম্বর, ফেব্রুয়ারীর পর এবার মার্চ মাসেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ।
এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংলিশ লিগের আরেক ক্লাব চেলসির হয়ে খেলেছিলেন সালাহ। কিন্তু এবার রোমা থেকে মৌসমের শুরুতে লিভারপুলে যোগ দেয়ার পর সালাহ আছেন তার ফর্মের সেরা অবস্থানে।
পুরস্কার পাওয়ার পর সালাহ জানিয়েছেন তিনি আনন্দিত, সামনে আরো ভালো খেলার আশা করেছেন তিনি।