প্রতিবন্ধী শিশু কিশোরদের অংশগ্রহণে শুরু হয়েছে দু দিনব্যাপী বিশেষ ক্রিড়া উৎসব ২০১৮।
রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল কমপ্লেক্সে এই প্রতিযোগিতায় আয়োজন করা হয়। প্রথম দিনে ৫০ মিটার দৌঁড়ে প্রথম হয়েছেন মোরসালিন। দ্বিতীয় হয়েছেন জয় ও তৃতীয় হয়েছেন মুস্তাকিম।
৭৫ মিটার হুইল চেয়ার দৌঁড়ে শীর্ষস্থান অর্জন করেছেন হৃদয়। আর দ্রুত হাঁটা ইভেন্টে প্রথম হয়েছেন জিসান, দ্বিতীয় হয়েছেন অয়েস। এই প্রতিযোগিতায় ২৬টি প্রতিবন্ধী সংস্থা ও সংগঠনের প্রায় ৩০০ শিশুকিশোর অংশগ্রহণ করেছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খান।