অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের পরিকল্পনা মাত্র তিন জন জানার বিষয়টি অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন অ্যান্ড্রু ফ্লিনটফ।
সাবেক ইংলিশ পেসার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।
টেম্পারিংয়ে জড়িতদের প্রতি-সমালোচনাকারীদেরও এক হাত নিয়েছেন তিনি।
ফ্লিনটফ জানান, অস্ট্রেলিয়া দলের সবাই বল টেম্পারিংয়ের বিষয়টি জানতেন না এটা তিনি ভাবতেই পারেন না।
তিনি বলেন, ক্রিকেটে বল খুবই গুরুত্বপূর্ণ। কাজেই কেউ বল নিয়ে কিছু করতে চাইলে সাধারণত দলের অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
বল টেম্পারিংয়ের ঘটনা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন এই ইঙ্গিত দিয়েই ক্ষান্ত হননি ফ্লিনটফ।
স্মিথ-ওয়ার্নারদের সমালোচকদের কাঁচের ঘরে থেকে অন্যের দিকে পাথর না ছোঁড়ার পরামর্শও দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফাস্টবোলার।
কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা করে স্মিথ-ওয়ার্নার একবছর আর ব্যানক্রফ্ট নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন।