তিন দিনেই শেষ হলো ঢাকা টেস্ট— শ্রীলঙ্কার কাছে ২১৫ রানে হারলো বাংলাদেশ। এর ফলে দুই টেস্টের সিরিজও ১-০ তে হাতছাড়া করলো স্বাগতিকরা।
প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ দল। ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে যেয়ে ১২৩ রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহর দল। স্বাগতিক ব্যাটসম্যানদের লড়াইয়ের কোনো চেষ্টাই দেখা যায়নি। মুমিনুল-মুশফিক ছাড়া বিশের ওপর রান করতে পারেননি কেউ।
দিনের প্রথম সেশনে ২২৬ রানে থেমেছিল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানে আটকে ফেলেছিলেন রাজ্জাক-তাইজুল-মুস্তাফিজরা।
তবে বোলারদের সাফল্য ভেস্তে যায় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হওয়ার পর খেলায় ফেরাটা বাংলাদেশের জন্য কঠিন ছিল।