মৌসুমে বাজে ফুটবলই খেলে যাচ্ছে রিয়াল মাদ্রিদ— স্প্যানিশ লিগের তলানিতে থাকা লেভান্তের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ এ ড্র করেছে জিদানের দল। মৌসুমে এটি রিয়ালের ষষ্ঠ ড্র। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে মাদ্রিদের ক্লাবটি চার নম্বরে।
লা লিগার শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী চতুর্থ স্থান থেকে দুই এক ধাপ ওপরে ওঠারও কোনো লক্ষণ দেখাচ্ছে না রিয়াল মাদ্রিদ। লেভান্তের মাঠে প্রায় জিতে যাওয়া ম্যাচেই তাই পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
সার্জিও রামোসের উদ্বোধনী গোলে শুরুতে লিড পাওয়া রিয়ালের বিপক্ষে বিরতির আগেই সমতা আনেন এমানুয়েল বোয়েটাং। ৮১ মিনিটে ইস্কোর শটে আবারো এগিয়ে যায় মাদ্রিদের এলিট ক্লাবটি।
তবে খেলা শেষের ঠিক আগে ৮৯ মিনিটে পাজ্জিনির গোলে এক পয়েন্ট নিশ্চিত করে তালিকার সতেরোতে থাকা লেভান্তে।