প্রথমবারের মতো স্কটল্যান্ডে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী পোশাক কিল্ট পড়ে কোর্ট মাতালেন রজার ফেদেরার। গ্লাসগোতে অ্যান্ডি মারের আমন্ত্রণে চ্যারিটি ম্যাচ খেলতে গিয়ে, ভক্তের অনুরোধে স্কটিশ পোশাক চড়িয়ে খেলেন সু্ইস টেনিস তারকা।
বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত ম্যাচে টেনিসের স্বাভাবিক পোশাকেই কোর্টে নামেন ফেড এক্সপ্রেস। হিপ ইনজুরি কাটিয়ে অ্যান্ডি মারেও দীর্ঘদিন পর ফেরেন কোর্টে।
প্রীতি ম্যাচটির মাঝপথে এক স্কটিশ ভক্তের অনুরোধে কিল্ট চড়িয়ে নেন ফেদেরার। নিজের কিল্টটিই ফেদেরারকে খুলে দেন ওই ভক্ত। স্কার্টের মতো পোশাকটি চড়িয়ে কিছুক্ষণ খেলেন ফেদেরার।
পরে দর্শকের সারিতে বসে থাকা ওই ভক্তকে তার কিল্ট ফিরিয়ে দেন ফেদেরার। শেষমেষ প্রীতি ম্যাচটি ৬-৩, ৩-৬, ১০-৬ গেমে জিতে নেন সুইস তারকা।