স্ত্রী আয়েশা সিদ্দিকাকে এসিড ছুঁড়ে মারার হুমকি দেয়া ও পরিবারের উপর ধাওয়া করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।
ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ৮ থেকে ৯টি ম্যাচ খেলতে ৭ জুলাই পরিবারসহ ইংল্যান্ডে যান তামিম।
কিন্তু ব্যক্তিগত কারণে মাত্র একটি ম্যাচ খেলেন দেশে ফেরেন তিনি। এর পেছনে কারণ হিসেবে তামিম ইকবাল ও তার পরিবারকে কিছু লোকের ধাওয়া করার অভিযোগ উঠে।
কিন্তু নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে বিষয়টি নাকচ করে তামিম জানান, এরকম কোনো কিছু ঘটেনি।
নিজের ব্যক্তিগত ইচ্ছায় দেশে ফিরেছেন তিনি। তার এবং পরিবারের খেয়াল রাখায় ভক্তদেরও ধন্যবাদ দেন তামিম ইকবাল।