অকল্যান্ডে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ওভার ৫ বলে ২৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইমরান তাহির।
ইডেন পার্কে টস জিতে ফিল্ডিং নিয়ে তৃতীয় ওভারেই ডি কককে সাজঘরে পাঠায় নিউজিল্যান্ড। কিন্তু আমলা-ডুপ্লেসির ১০৮ রানের জুটি বিপদ ডেকে আনে কিউইদের জন্য। আমলার ৬২ আর ডুপ্লেসির ৩৬ রানের পর, ভিলিয়ার্স-ডুমিনির ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৫ রান করে দক্ষিণ আফ্রিকা।
জবাব দিতে নেমে প্রোটিয়া বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৩ রান আসে ব্রুসের ব্যাট থেকে। ১৪ ওভার ৫ বল খেলে ১০৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
১৯ ফেব্রুয়ারি পাঁচ ম্যাচের প্রথম ওয়ানডে হবে হ্যামিলটনে।