আজ উন্মোচন হতে চলেছে ভিভো ভি১১ প্রো। চিনের কোম্পানীটি সম্প্রতি থাইল্যান্ডে ভিভো ভি১১ আর ভিভো ভি১১আই ফোনগুলি উন্মোচন করেছে, যদিও ভিভো ভি১১ প্রো নামে ভারতে অবমুক্ত তবে এই ফোনটি।
ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ ফিচার এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ। ভিভো ভি১১ প্রো’তে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর থাকবে। এর সাথে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকার কথা জানা গেছে।
ভিভো ভি১১ প্রো তে থাকবে ১৯:৫:৯ এ্যাসপেক্ট রেশিওর ৬.৪১ ইঞ্চির ডিসপ্লে। এর সাথে থাকবে সম্পুর্ণ এএমওএলইডি এর সঙ্গে এইচডি প্লাস রেজুলিশন, যার রেজুলেশন হবে ১০৮০ × ২৩৪০।
ছবি তোলার জন্য ভিভো ভি১১ প্রো’তে থাকবে একটি ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। আর, সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে ২৫ মেগাপিক্সেল সেন্সরের ফ্রন্ট ক্যামেরা।
বিশাল ডিসপ্লের এই ফোনের চার্জ যোগাতে ৩,৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এই ব্যাটারী দ্রুত চার্জিং টেকনোলজি থাকাতে অল্প সময়ের চার্জে অধিক সময় টকটাইম পাওয়া যাবে।
ডুয়াল সিম ভিভো ভি১১ প্রো তে চলবে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম।