রাজধানীর মগবাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের একটি 'কোর কেবল' কাটা পড়ায় বিকল হয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশের কয়েক লাখ ফোন, যার মধ্যে ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা সংস্থার ফোনও রয়েছে।
বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে মগবাজার দিলু রোডে সিটি করপোরেশনের সংস্কার কাজের মধ্যে টেলিফোনের ওই 'কোর কেবল' কাটা পড়ে। সকাল থেকেই এর মেরামত কাজ চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
সিটি করপোরেশসহ অন্যান্য সেবা সংস্থাকে উন্নয়ন কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বারবার চিঠি দিলেও তারা আমলে নেয় না বলে অভিযোগ করেন বিটিসিএলের এ ব্যবস্থাপনা পরিচালক।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও জানানো হয়, ঢাকায় তাদের বিটিসিএলের নম্বরগুলো ভোর থেকে বিকল রয়েছে। ফলে কোথাও দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে সেই তথ্য তাদের নিয়ন্ত্রণ কক্ষকে জানাতে পারছে না কেউ।