আগামী মার্চেই উৎক্ষেপন হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট— এরইমধ্যে শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আর জানুয়ারিতে দ্রুত গতির ইন্টারনেট ফোরজি নেটওয়ার্ক চালু হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ সব তথ্য জানান।
তারানা হালিম বলেন, এরইমধ্যে অপরাটেরদের চাহিদা অনুযায়ী গাইডলাইন তৈরি করা হয়েছে। সে অনুযায়ী অপরারেটরদের ফোরজি নেটওয়ার্কের আবেদন মূল্য পাঁচ লাখ টাকা, বার্ষিক ফি সাড়ে সাত কোটি টাকা, জামানাত বাবদ দেড়শো কোটি টাকা দিতে হবে।
তিনি আরো বলেন, কোম্পানিগুলো যদি ১৮শ থেকে ৯০০ মেগাহার্সে তরঙ্গ রূপান্তর করে, তাহলে তাদের দিতে হবে ৪ বিলিয়ন মার্কিন ডলার, যদি এর অর্ধেক নেটওয়ার্ক ব্যবহার করলে দিতে হবে ৭ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলার।
ফোরজি নেটওয়ার্ক এরইমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিটিআরসি এটি চালু করতে কাজ শুরু করেছে।