একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে প্রশাসনে রদবদলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একইসঙ্গে শুধু সেনা মোতায়েন নয় তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়ারও দাবি জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনিপ চেয়ারপারসনের রাজনৈইতক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এসব কথা জানান তিনি।
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের নামে বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে নির্বাচন কখেনাই গ্রহণযোগ্য হবে না বলে তিনি হুঁশিয়ার করেন।
চট্টগ্রাম - কুমিল্লা ও সিলেটের আসনগুলোতে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এখন পর্যন্ত নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনী কোনো পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করে তিনি বলেন,নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে নির্বাচন কমিশন।
পুলিশ সদরদপ্তরের সঙ্গে যোগসাজস করে আগামী নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, অস্ত্র উদ্ধারের নামে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
নির্বাচনের আগে নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে প্রশাসনে রদবদল আনার দাবিও তোলেন বিএনপি মহাসচিব। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে বলেও এক প্রশ্নের জবাবে তিনি জানা।