প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রের সঙ্গে নির্বাচনী প্রচারণার কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।
রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
হাছান বলেন, এই বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত তিনটি মামলার সকল আসামিদের গ্রেপ্তার করার বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
নিজেরা আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি নেতারা আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা।