২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমানকে সাজা দিয়ে দলকে ধ্বংসের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি আরো বলেন, এই রায় উদ্দেশ্যপ্রণোদিত এবং আগামীতে একতরফা নির্বাচন করার একটি কারসাজি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফাঁসাতে রাষ্ট্রযন্ত্রকে এ মামলায় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।
প্রধানমন্ত্রীর ইচ্ছাকে বাস্তবায়িত করতেই বিএনপিসহ সকল বিরোধীমতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে, যতদিন এই ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকবে ততদিন কেউই সুবিচার পাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।