২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি অভিযোগ করেন, এ মামলার সুষ্ঠু তদন্ত হয়নি।
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রধান আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় এ মামলার রায় ও মামলায় বিএনপি নেতাদের জড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ মামলার সুষ্ঠু তদন্ত হয়নি মন্তব্য করে তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই বিএনপি নেতাদের এতে জড়ানো হয়েছে।
দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই উল্লেখ করে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন মির্জা ফখরুল।
আগামীদিনের রাজনীতিতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানিয়ে দেন বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, ২০০৪ সালের একুশে আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ওই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পারন। তবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ নিহত হন দলের ২৪ জন নেতাকর্মী।