বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাস করতে ভাড়া করা জনবিচ্ছিন্ন নেতাদের নিয়ে বিএনপি মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোঃ নাসিম। সোমবার সকালে ধানমন্ডিতে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
মোঃ নাসিম বলেন, সন্ত্রাস, দুর্নীতি আর হাওয়া ভবন পুনঃপ্রতিষ্ঠা করতেই জাতীয় ঐক্যের নাটক মঞ্চস্থ হয়েছে। যখন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সন্নিকটে তখন জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে তড়িঘড়ি করে এ আয়োজন।
গত শনিবার জাতীয় ঐক্যের সমাবেশের সমালোচনা করে তিনি বলেন, এক এগারোর কুশীলবরা আবারো এক হয়েছে। বিএনপি দলছুট রাজনীতিবিদদের ভাড়া করেছে।
ড. কামাল হোসেনের নাম উল্লেখ না করে মোঃ নাসিম বলেন, যিনি আইনের শাসনের কথা বলেন, তিনিই এখন দুর্নীতিবাজ সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করতে চান।
নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে তিনি আরো বলেন, যারা অশুভ চিন্তা নিয়ে কাজটি করছেন তাতে লাভ হবে না।
আগামী ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের কর্মী সমাবেশের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।