ক্ষমতায় টিকে থাকার জন্য যে কোনো আন্দোলনকে পুলিশ ও ছাত্রলীগ দিয়ে দমানোর চেষ্টা করছে সরকার-অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে কি না তা জানা নেই বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্যই প্রমাণ করে এই হামলায় তাদের মদদ রয়েছে।
রিজভী আরো বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া স্বত্ত্বেও তার অসুস্থতা নিয়ে তামাশা করছে সরকার।
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল যাতে গাজীপুর ও খুলনার মতো হয় সেই চেষ্টাই করে যাচ্ছে আওয়ামী লীগ—এ অভিযোগ করেন তিনি।