উদ্বিগ্ন অভিবাবকদের ব্যানারে কোটা আন্দোলন বিরোধীদের যারা সমর্থন দিচ্ছেন তারাই মঈনুদ্দিন-ফখরুদ্দিনের সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পেছনে কাজ করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
হাছান বলেন, কোটা আন্দোলনকারীদের সমর্থন করে তারা আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।
বিএনপি চেয়ারপারসনকে ছাড়া নির্বাচনে অংশ নেয়া না নেয়া বিষয়ে দলটির নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, এতে তাদের কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।