আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয়নি বলে অন্যদের ওপর ভর করে বিএনপি আন্দোলনের ইস্যু খুঁজছে—এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর বনানীতে সেতু ভবনে মন্ত্রণালয়ের উন্নয়ন কাজের অগ্রগতি আর সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মানুষ নির্বাচনমুখী হওয়ায় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তাদের মাথাব্যথা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন নয়- আইনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
কোটা নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, হুট করে বিষয়টির সমাধান করা যাবে না। তবে শিগগিরই এর সমাধান হবে।