আগামী নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, তিনি দেশের উন্নয়ন করেছিলেন বলেই ২৭ বছর পরও তার দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
দলের নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের মধ্যে এখন কোনো বিভেদ নেই।
বর্তমান রাজনীতি প্রতিহিংসার বলে উল্লেখ করে জাপা চেয়ারম্যান।
এছাড়া দেশে মাদকের প্রসার- কোটা আন্দোলনকারীদের ওপর হামলা- দেশে অপসংস্কৃতির আগ্রাসন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এরশাদ।