জাতীয় ঐক্য গঠনের মাধ্যমেই সরকার পতনের কঠোর কর্মসূচি দেয়া হবে বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেও জানান মওদুদ আহমদ।
সরকারের নানা সমালোচনা করে তিনি বলেন, জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে এবং উপযুক্ত সময়েই সরকার পতনের কর্মসূচি দেয়া হবে। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না। আসন্ন তিন সিটি নির্বাচনের ওপরই নির্ভর করবে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কি-না।
এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকার পতনের আন্দোলনের কোনো বিকল্প নেই।
পদ-পদবীর চিন্তা বাদ দিয়ে সরকার পতনে নেতাকর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।