বিএনপি নেতাদের রাজনীতি থেকে বাইরে রাখতেই সরকার দুদককে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের বিষয়টির সমালোচনা করে তিনি বলেন, সরকার দলীয় নেতারা অবৈধ সম্পদের পাহাড় গড়ছে সেদিকে দুদক নজর দিচ্ছে না।
গত দশ বছরে দেশে গণতন্ত্রের ধ্বংস করা হয়েছে উল্লেখ করে দেশটা কি আওয়ামী লীগ না কোনো শক্তি চালাচ্ছে এ নিয়ে প্রশ্নও তুলেন বিএনপি মহাসচিব।
খালেদা জিয়াকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে এ সমালোচনা করে তিনি বলেন, তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
হাসপাতালে থেকে বাসায় ফেরার একদিন পর বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আর বিএনপি নেতাদের রাস্তাতেই দাঁড়াতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।