বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় নারায়ণগঞ্জ নগর বিএনপির সাবেক নেতা আরিফুল হক মহসিন, কাঞ্চন পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ ১১জনকে আটক করা হয়।
এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হান্নান সিকদারসহ দলে তিন নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ।
গতকাল গভীর রাতে খায়েরহাট গ্রাম থেকে তাদের আটক করা হয়।তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়।