চিকিৎসার জন্য আজ-শরিবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, চোখ ও পায়ের চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন খালেদা জিয়া।
এদিকে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ও আন্দোলন কর্মসূচি ঘোষণার আগে খালেদা জিয়ার এ সফর নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
লন্ডনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন। সফরে তার সঙ্গে দেখা করবেন খালেদা জিয়া।