জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী ও নিষিদ্ধ জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে ছিলেন— মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তখন থেকেই দেশে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল।
শনিবার সকালে ভোলা সদর উপজেলার নব-নির্মিত সম্প্রসারণ ভবন ও মৎস্য ভবন কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল বলেন, আগামি সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার ভোলা সদরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রূপকল্প, ভিশন টোয়েন্ট-থ্রার্টি কোনোদিন বাস্তবায়িত হবে না।