নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া ক্ষমতাসীন দলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আবারো মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, জয়-পরাজয়ে স্বার্থ আছে এমন কোনো সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।
দেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।
সরকার নিজেদের স্বার্থেই আওয়ামী মনোভাবের নতুন ইসি গঠন এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ তাদের।
সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন বলেও উল্লেখ করেন মঈন খান।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সরকার বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রতিহিংসার পথ ছেড়ে, সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতারা।