উড্ডয়ন নিরাপত্তা সূচকে পাঁচ তারকা বা ফাইভ-স্টার পেয়ে বিশ্বের নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ারও নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেয়েছে। তারা পেয়েছে ত্রি-স্টার বা তিন তারকা।
উড্ডয়ন মান নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ারলাইন রেটিংস ডটকমের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে
বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবছর নিরাপদ এয়ারলাইন্সের তালিকা তৈরি করে অস্ট্রেলিয়া ভিত্তিক এয়ারলাইন রেটিংস ডটকম।
এ ক্ষেত্রে ১২টি পৃথক মানদণ্ড ব্যবহার করে তারা। উড্ডয়ন সূচকের সর্বোচ্চ মান সেভেন স্টার-সাত তারকা। এবারই প্রথম ফাইভ স্টার পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দেশের একমাত্র বেসরকারি বিমান সংস্থা হিসেবে বিশ্বের নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার।
এয়ারলাইন রেটিং ডটকমের তথ্য অনুসারে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভোএয়ার থ্রি-স্টার বা তিন তারকা মান পেয়েছে।