বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
রাজনৈতিক অঙ্গনে যেন ইতিবাচক পরিবেশ আনা যায় সেজন্য এই সংলাপ আয়োজনের কথা জানিয়েছে বিশ্ব এ সংস্থাটি।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের তার মুখপাত্র এ আহ্বান জানান।
গত ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারের যেসব অভিযোগ উঠেছে সে সম্পর্কে জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে নির্বাচন ত্রুটিহীন ছিল না।
তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে জাতিসংঘ অর্থবহ সংলাপে বসার আহ্বান জানাচ্ছে, যেন দেশটির রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আবহ তৈরি হয়।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতিসংঘ কোনো বিশেষ দূত বা দল পাঠাতে আগ্রহী কি-না, এমন প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, ম্যান্ডেট বা অনুমোদন না পাওয়া পর্যন্ত এমন কোনো তদন্তে তারা যেতে পারেন না।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও এসময় উল্লেখ করেন তিনি।