কৌশলগত কারণে এখনই ঘোষণা হচ্ছে না মহাজোটের প্রার্থী তালিকা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, মনোনয়ন যাচাই বছাইয়ের পর এ তালিকা ঘোষণা করা হবে সার্বিক অবস্থা বিবেচনায়।
সোমবার রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রতিপক্ষের কৌশলের কাছে আমরা মার খেতে চাই না—এ কথা জানিয়ে কাদের মনোনয়নের চিঠি দেওয়ার পর মাঠপর্যায়ে আরেক দফা জরিপ করা হবে।
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের এক মাস বাকি থাকতে যারা সিইসির পদত্যাগ চায় তারা নির্বাচনে অংশ নিতে চায়, এটা জনগণ বিশ্বাস করবে না।
প্রার্থী তালিকা ঘোষণা করতে ডাকা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের শুরুতেই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কৌশলগত কারণে আপাতত ঘোষণা করা হচ্ছে না প্রার্থীদের নাম।
তিনি আরো জানান, মনোনয়ন যাচাই বাছাইয়ের পর ঘোষণা করা হবে মহাজোটের প্রার্থী তালিকা।
ওবায়দুল কাদের জানান, ২৩১ জনকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে, কোনো কোনো আসনে রাখা হয়েছে দু'জন করে প্রার্থী। নতুন মুখ ৪৫। জোটের শরীকরাও এভাবে নিজ নিজ দলের প্রার্থীদের চিঠি দেবেন।
কাদের বলেন, এ প্রার্থীদের ওপর আরেক দফা জরিপ চালানো হবে।
তিনি আবারও অভিযোগ করেন, হেরে যাবার ভয়ে বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের চক্রান্ত করছে।
আওয়ামী লীগের কেউ বিদ্রোহী হলে আজীবন বহিষ্কারের কথা স্মরণ করিয়ে দিয়ে সাধারণ সম্পাদক জানান, সে ভবিষ্যতে জনপ্রিয় নেতা হলেও তাকে নেবে না দল।