রাজনীতিবিদরা যতদিন ভোটের রাজনীতি বন্ধ না করবেন ততদিন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ হবে না বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে যেসব জনপ্রতিনিধিরা কোনো ভূমিকা রাখেননি তাদের মনোনয়ন না দেয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় উঠে আসে এসব কথা।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে 'জাতীয় নির্বাচন এবং সংখ্যালঘুর নিরাপত্তা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোর আগে ও পরে তাদের ওপর নির্যাতনের বিষয়টি তুলে ধরেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা।
প্রতিটি নির্বাচনের পরই সাম্প্রদায়িক এ সহিংসতার একমাত্র কারণ রাষ্ট্রের নিষ্ক্রিয়তা বলে অভিযোগ করেন মেজবাহ কামাল ও রানা দাসগুপ্ত।
তারা বলেন, আসন্ন নির্বাচনের আগে ও পরে এমন সহিংসতা যে আবারো হবে না তার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সহিংসতা বন্ধে জাতীয় নির্বাচনে মনোয়ন দেয়ার ক্ষেত্রে বিশেষ নজর রাখার পাশাপাশি রাজনৈতিক ডামাডোলে সংখ্যালঘুদের বিষয়টি যাতে না হারিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সচেতনতা না বাড়ানো গেলে এইসব নির্যাতন বন্ধ করা সম্ভব নয় বলেও মনে করেন আলোচকরা।