আবারো ক্ষমতায় আসলে নৌবাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনী শেখ মুজিব ঘাঁটি কমিশনিং, নেভি মিউজিয়াম ও মেরিটাইম ওয়ার্ল্ডসহ ২২টি বহুতল ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীগুলোকেও আধুনিক ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে সরকার।
প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জীবনমানও উন্নয়নে বিভিন্ন পদক্ষে নিয়েছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্বে বাংলাদেশ যেন দেশরক্ষায় মাথা উঁচু করে থাকতে পারে সেজন্য প্রতিরক্ষা বাহিনীগুলোকে উন্নত করতে কাজ করছে সরকার।
সরকারের ধারাবাহিকতা থাকলে নৌবাহিনীকে আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা বলেন, বাহিনীর প্রতিটি সদস্যের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার।
আগামী একশ বছরে দেশ কিভাবে উন্নত হবে সেজন্য ডেলটা প্ল্যান করেছে সরকার—উল্লেখ করে তিনি বলেন, দেশকে উন্নত- সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।