সারাদেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাধারণ মানুষকে আস্থায় এনে তাদের চিকিৎসা সেবা দিতে হবে— আবারো ক্ষমতায় এলে প্রতি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
আবারো ক্ষমতায় এলে চিকিৎসকদের ১৬ দফা দাবি পূরণে আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
রোববার বিকেলে গণভবনে আয়োজিত বাংলাদেশ মেডিকেল সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিএমএয়ের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়- এ সময় বিএমএয়ের স্মরণীও উন্মেচন করেন তিনি।
ক্ষমতায় আসার পর সীমিত সম্পদ দিয়ে চিকিৎসা সেবার উন্নয়নের চেষ্টা করা হয়েছে— এখন বিভিন্ন জেলায় ৫০০ বেডের হাসপাতাল এবং প্রতি জেলা হাসপাতালে ১০ জন করে চিকিৎসক দিয়ে সেবা প্রদান করা হচ্ছে।
চিকিৎসকদের যেন বাসস্থানের অসুবিধা না হয় সেইজন্য ফ্ল্যাট তৈরি করে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিভিন্ন জেলায় সাড়ে ১৮০০ কমিউনিটি ক্লিনিকও করে দেয়া হয়েছে—এ কথা উল্লেখ করে ঢাকা মেডিকেলকে আধুনিক করে গড়ে তোলার জন্য নতুন প্ল্যান করা হয়েছে।
মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, অটিজম সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিলো না— এ কারণে অনেক মা তার সন্তানকে নিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন তবে এর সম্পর্কে ধারণা দিয়েছে আমার মেয়ে সায়মা হোসেন।
আধুনিক যুগে চিকিৎসার অনেক উন্নয়ন হয়েছে–তাই আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।