বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনাই তার হত্যাকাণ্ডের অন্যতম কারণ বলে মনে করেন বিশিষ্ট সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা' শীর্ষক আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, মু্ক্তিযুদ্ধের চেতানাকে মুছে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো।
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ধর্মকে যাতে কোনভাবেই রাজনীতিতে ব্যবহার করা না যায় সেজন্য তিনি সংবিধানে চার মূলনীতির একটি রেখেছিলেন ধর্মনিরপেক্ষতা।
বঙ্গবন্ধুর এই পদক্ষেপই তার হত্যাকাণ্ডের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে বলে জানান বিশিষ্ট সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এ সভাপতি।
দেশের যতই উন্নয়ন হোক না কেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে না পারলে কখনোই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।