মানসিক স্বাস্থ্য আইন ২০১৮ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ অনুমোদন দেয়া হয়।
সভার শুরুতেই আয়ারল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টিতে ফাইনালে উঠায় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা।
১৯১২ সালে ইংরেজি আইনকে বাংলায় এবং যুগোপযোগী করে মানসিক স্বাস্থ্য আইন অনুমোদন দেয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
পরে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মিথ্যা সার্টিফিকেট দিয়ে পেশাগত দায়িত্ব পালন করলে ১ বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
অভিভাবকরা দায়িত্বে অবহেলা, আদালতের নির্দেশনা অমান্য করলে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ বছরের কারাদণ্ডর বিধান যুক্ত করা হয়েছে মানসিক স্বাস্থ্য আইনে বলে জানান তিনি।
মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো পেশাজীবী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা সনদ দিলে সর্বোচ্চ ৩ লাখ টাকা জরিমানা বা ১ বছর কারাদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অভিভাবকরা যদি সম্পত্তি ভাগাভাগিতে কারচুপি, চিকিৎসায় অবহেলা করলে শাস্তি ৫ লাখ টাকা জরিমানা বা ৩ বছরের জেল অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।