বাংলাদেশ ও চীনের মধ্যে প্রস্তাবিত "ওয়ান বেল্ট ওয়ান রোড" প্রকল্প দুই দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার সকালে রাজধানীতে চীন ও বাংলাদেশ গণমাধ্যমে সহযোগিতা বিষয়ক এক কর্মশালায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক আরো এগিয়ে নিতে দুই দেশের গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।