জি-সেভেন আউটরিচ অধিবেশনে যোগদানসহ কানাডায় ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-সেভেন সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে গত শুক্রবার দেশত্যাগ করেন তিনি। ওই অধিবেশনে প্রধানমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন।
রোহিঙ্গা সংকট সমাধানে চার দফা প্রস্তাব তুলে ধরে আন্তজার্তিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি। রোববার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা।
এর আগে ২০০১ ও ২০১৬ সালে বিশ্বের সর্বোচ্চ এ অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।