রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে আইভীকে দেখতে হাসপাতালে যান তিনি।
ওবায়দুল কাদের কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, আইভী মাইনর স্ট্রোক করেছিলেন তবে তিনি এখন শঙ্কামুক্ত— তাকে আরও ৪/৫ দিন হাসপাতালে থাকতে হবে।
ফুটপাতে হকার বসা নিয়ে নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনা তদন্তে ব্যবস্থা নেয়ার বিষয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কথা কথা বলথে চাননি।
এদিকে, মেয়র আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার বিকেলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।