তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
শনিবার বেলা সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সিরিসেনার এ সফরে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, কৃষি, উচ্চ শিক্ষা, গণমাধ্যম, উপকূলীয় জাহাজ চলাচল ও পোশাক খাতে ১৩টি সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ‘ফি’ যাতায়াতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের মন্ত্রী ও কর্মকর্তারা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।
এর আগে হাসিনা-সিরিসেনার এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বছরের মধ্যেই মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।