ইন্দোনেশিয়ার মাউন্ট কারস্টেনজ অভিযান শেষে বেইজ ক্যাম্পে পাঁচ দিন আটকে থাকা বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রীকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
গত দুই দিনে দুই দফা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত আবহাওয়া কিছুটা ভালো হওয়ার পর বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে হেলিকপ্টার সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ২৫৭ মিটার উচ্চতায় মাউন্ট কারস্টেনজের ওই বেইজ ক্যাম্পে পৌঁছায়।
এরপর সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারে করে রওনা হয়ে আধা ঘণ্টার মাথায় তারা পাপুয়া প্রদেশের টিমিকা বিমিানবন্দরে পৌঁছান।
তার সঙ্গে এই অভিযানে ছিলেন ভারতের এভারেস্টজয়ী দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।
ফেইসবুক ম্যাসেঞ্জারে মুসা বলেন, তারা ভালো আছেন। তবে কারস্টেনজ পিরামিডে সামিট শেষে ফেরার পথে নন্দিতার ‘হাইপোথারমিয়া’ হয়েছিল—সেজন্য চারদিন দুশ্চিন্তায় থাকতে হয়েছে।
টিমিকা এয়ারপোর্টে পৌঁছানোর পর নিজের ফেইসবুক পেজে মুসা ইব্রাহিম সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট লিখেছেন।
‘মাত্রই টিমিকা এয়ারপোর্টে পৌঁছালাম। আল্লাহ মহান। আমরা নিরাপদে ফিরে এসেছি। দেখা হবে ইনশাল্লাহ।’
সব কিছু ঠিক থাকলে ২১ তারিখ দেশে ফিরবেন বলে জানিয়েছেন মুসা ইব্রাহীম।