একটি মহলের ভুল বোঝানোর কারণে বিচার বিভাগের সঙ্গে প্রশাসনের দূরত্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি বলেন, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হলে অপরাধ কর্মকাণ্ডও কমবে।
শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শনিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইন এপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
উদ্বোধনের আগে তিনি বলেন, বিচার বিভাগ কখনোই সরকারের বিরুদ্ধে কাজ করে না একটি মহলের ভুল বোঝানোর কারণে বিচার বিভাগের সঙ্গে প্রশাসনের দূরত্ব তৈরি হচ্ছে। ফলে বিচার বিভাগের উন্নয়ন সম্ভব হচ্ছে না যার কারণে মামলা জট বাড়ছে।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক সরকার নয় বরং বিচার বিভাগই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিলে এই বিভাগের নয়, সরকারেরই লাভ হবে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন এতে দেশের অপরাধ কর্মকাণ্ডও অনেক কমে যাবে।