জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় জামালপুরে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকালে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা ও শহর আওয়ামী লীগের নেতারা। এ সময় বক্তারা, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
উন্নয়নের ধারা অব্যাহত রা খতে নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান তারা। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।