পাবনা ও নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শনিবার কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে।
র্যা রের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পোপন সংবাদের ভিত্তিতে পাবনার রাজাপুরের ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। এ সময় মাদক চোরাকারবারি ও র্যােবের সঙ্গে গুলিবিনিময়ে টিপু শেখ নামের একজনকে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টিপুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র্যা বের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত টিপু শেখের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে।
এদিকে, পুলিশ জানিয়েছে, ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেংরারটেক এলাকায় আটককৃত এক ডাকাত সদস্যকে নিয়ে ডাকাতির মালামাল উদ্ধারে যায় পুলিশ। সেখানে এক দল ডাকাতের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে আবুল হোসেন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।