মাগুরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুলাভাই-শ্যালক মারা গেছেন।
সোমবার সকাল ৬টার দিকে মাগুরার পারনান্দুয়ালি তিন নম্বর ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন: লাভলু রহমান (৩৫) ও নিয়ামত আলী (২৭)। লাভলু রহমানের বাড়ি মাগুরা শহরের কাউন্সিলপাড়া এলাকায়। তিনি কালার ল্যাবের টেকনিশিয়ান ছিলেন। নিয়ামত আলীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুলাভাই ও শ্যালক মিলে ভোরে মোটরসাইকেল নিয়ে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয় ঘটনাস্থলেই তারা মারা যান।